কম্পিউটারের বেসিক অংশগুলি কি কি ?(basic part of computer ?)🖥️ System unit, OUTPUT or INPUT Device কি ?
1. System Unit. 2. OUTPUT Device. 3. INPUT Device. 1. System Unit --- সিস্টেম ইউনিট এর দুটি ভাগ আছেে।(system unit are two types.) i) Hardware. (কঠিন ফলক) ii) Software. (কমল ফলক) i) Hardware. (কঠিন ফলক)--- ➡️ কম্পিউটারের যে অংশগুলিকে আমরা চোখে দেখতে পারি এবং স্পর্শ করে অনুভব করতে পারি। সেই অংশগুলিকে Hardware বলে। (The parts of the computer that we can see with our eyes and feel by touching. Those parts are called hardware.) উদাহরণ :- Desktop, Mouse, Key-board, Cpu Ram, Rom, printer, Headphone, Home theatre, Etc. ii) Software (কমল ফলক)--- ➡️ কম্পিউটার যখনই নিজে থেকে কাজ করতে সক্ষম হয় না। একে কাজ করার উপযোগী বানাতে হয়। একে কাজ করার উপযোগী বানাতে গেলে তত্ত্ব ও নির্দেশ এর প্রয়োজন হয়। এবং তথ্য ও নির্দেশ এর সমন্বয়ে প্রোগ্রাম গঠিত হয়। এই রকম প্রোগ্রাম এর সমন্বয়ে কম্পিউটারের কাজ করার সম্ভব হয়। (Computers are not always able to work on their own. It has to be made workable. Theories and instructions are needed to make it workable. And the program is mad