কম্পিউটারের বেসিক অংশগুলি কি কি ?(basic part of computer ?)🖥️ System unit, OUTPUT or INPUT Device কি ?
1. System Unit.
2. OUTPUT Device.
3. INPUT Device.
1. System Unit --- সিস্টেম ইউনিট এর দুটি ভাগ আছেে।(system unit are two types.)
i) Hardware. (কঠিন ফলক)
ii) Software. (কমল ফলক)
i) Hardware. (কঠিন ফলক)---
➡️ কম্পিউটারের যে অংশগুলিকে আমরা চোখে দেখতে পারি এবং স্পর্শ করে অনুভব করতে পারি। সেই অংশগুলিকে Hardware বলে। (The parts of the computer that we can see with our eyes and feel by touching. Those parts are called hardware.)
ii) Software (কমল ফলক)---
➡️ কম্পিউটার যখনই নিজে থেকে কাজ করতে সক্ষম হয় না। একে কাজ করার উপযোগী বানাতে হয়। একে কাজ করার উপযোগী বানাতে গেলে তত্ত্ব ও নির্দেশ এর প্রয়োজন হয়। এবং তথ্য ও নির্দেশ এর সমন্বয়ে প্রোগ্রাম গঠিত হয়। এই রকম প্রোগ্রাম এর সমন্বয়ে কম্পিউটারের কাজ করার সম্ভব হয়। (Computers are not always able to work on their own. It has to be made workable. Theories and instructions are needed to make it workable. And the program is made up of a combination of information and instructions. This type of program makes it possible for computers to work.)
তাছাড়া সফটওয়্যার দুই ধরনের হয়:-
1.Application Software.
2.System Software.
2. OUTPUT Device --- প্রসেসড ডেটা যখন টেলিভিশনের মতো পর্দায় বা কাগজে বা আউটপুট বলে ভয়েস থেকে আসে। এটি সার্চ ধরণের ডিভাইস যা ব্যবহারের ফলাফল দেয়। আপনি কম্পিউটারে কোন তথ্য দিন। এর তুলনায় এটির ফলাফল আউটপুট ডিভাইস দ্বারা দেয়। (The Processed data
when comes out on the television like screen or on the paper or on the voice called output.
This is serch type of device.whiche give use result. whan ue give any information to computer. Than it give use result by its output device.)
উদাহরণ:- Monitor, printer, Headphone, speaker, Etc.
3. INPUT Device --- যে ডিভাইসের মাধ্যমে কোন তথ্য কম্পিউটারের (CPU) এর মধ্যে পাঠানো হয়, সেই ডিভাইসকে ইনপুট ডিভাইস বলে। (This is such types of device which takes data or information from use and send into systam.)
Comments
Post a Comment